ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় সৌঁতি ও কারেন্ট জাল জব্দ, ৬টি বাঁশের বেড়া উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সিংড়ায় সৌঁতি ও কারেন্ট জাল জব্দ, ৬টি বাঁশের বেড়া উচ্ছেদ

নাটোর: পানি প্রবাহে বাধা দূর করতে নাটোরের সিংড়া উপজেলায় দুইটি অবৈধ সৌঁতিজাল, ৫০০ মিটার কারেন্ট জাল জব্দসহ ছয়টি বাঁশের বেড়া উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। 

সোমবার (০৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদের নেতৃত্বে উপজেলার শেরকোল-ত্রিমোহনী পর্যন্ত পানাউল্লাহ খালে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।  

আসিফ মাহমুদ বাংলানিউজকে জানান, সৌঁতিজালের কারণে উজান থেকে আসা পানি বাধাগ্রস্ত হচ্ছিল, এর ফলে রবিশস্য নিয়ে স্থানীয় কৃষকরা আতঙ্কে ছিলেন।

এজন্য পানাউল্লাহ খালে অভিযান চালিয়ে দুইটি অবৈধ সৌঁতিজাল, ৫০০ মিটার কারেন্ট জাল জব্দসহ ছয়টি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। পরে রাতে মৎস্য অফিসের সামনে জব্দকৃত জালগুলো পুঁড়িয়ে ফেলা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওমর আলী, সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।