ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় নয় প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ভালুকায় নয় প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা ...

ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ জরিমানা আরোপ ও আদায় করেন। পরে রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ আইনের বিভিন্ন ধারায় স্থানীয় সিক্স সীজনস ফুড এন্ড বেভারেজকে ৫০ হাজার টাকা, সাভার সুইটমিট এন্ড হোটেলকে ১০ হাজার টাকা, পিউর সুইটস এন্ড ডেইরীকে ১০ হাজার টাকা, শাহরিয়ার ডেইরী এন্ড সুইটসকে ৫ হাজার টাকা, মুসলিম সুইটস এন্ড বেকারীকে ১০ হাজার টাকা, মেসার্স মাদারীপুর স্টোরকে ৫ হাজার টাকা, আবুল হোসেন স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স মুশফিক এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা, বিক্রমপুর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।