ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় তুলার গুদামে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নেত্রকোনায় তুলার গুদামে আগুন নেত্রকোনায় তুলার গুদামে আগুন

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের পাড়লা এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ নভেম্বর) বিকেল ৪টায় পাড়লা এলাকার শাহিন এন্টারপ্রাইজের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে শাহিন এন্টারপ্রাইজের তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয়রা চার ঘণ্টার অধিক সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত বছর ওই গুদামে তিনবার আগুন লাগে। তবে কোনো বারই আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

গুদামের মালিক শাহিনুল ইসলাম স্বপন বাংলানিউজকে বলেন, এবারের আগুনে প্রায় ৩০/৪০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।  

এদিকে, রাতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বাংলানিউজকে জানান, গুদামে তুলা উৎপাদনকারী তিনটি মেশিন ও বৈদ্যুতিক সার্কিট পাশাপাশি থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদাম থেকে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি ও সাত লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গুদামে বারবার আগুন লাগার রহস্য উদঘাটনে তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।