ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কানাইঘাটে পাহাড় ধসে নিহত ৪, নিখোঁজ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কানাইঘাটে পাহাড় ধসে নিহত ৪, নিখোঁজ ২ পাথরকোয়ারি- ফাইল ফটো

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত ও নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলাটিলা নামে একটি পাহাড় ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ওই পাথরকোয়ারিতে পাহাড় ধসে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।  

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, পাথরকোয়ারিতে পাহাড় ধসে তিনজন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনইউ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।