ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথরকোয়ারিতে নিহত ছয়জনই মাদ্রাসা ছাত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
পাথরকোয়ারিতে নিহত ছয়জনই মাদ্রাসা ছাত্র পাথরকোয়ারি, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে নিহত ছয়জনই মাদ্রাসা ছাত্র।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে  নিহত পাঁচজনের মধ্যে চারজনের নাম ও পরিচয় শনাক্ত করেন পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্বাস উদ্দিন।

নিহত ছাত্ররা হলো- নাহিদ (১২), শাকিল (১৩), মায়রু (১৩), জাকির (১২),  কাদির (১৪) ও সুন্দর আলী।

নাহিদ ও শাকিল তারা দুই সহোদর। তাদের বাবার নাম আলমাছ উদ্দিন। মায়রু ও জাকির সম্পর্কে চাচাতো ভাই। মায়রুর বাবার নাম মোছাব্বির আলী ও জাকিরের বাবার নাম ইউনূস আলী।

তাদের বাড়ি উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কান্দলা কোনাপাড়া গ্রামে। তারা কান্দলা মাদ্রাসায় পড়ালেখা করতো।

স্থানীয় পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন,  তারা সবাই কান্দলা মাদ্রাসা ছাত্র।

মাদ্রাসার ওয়াজ মাহফিলের জন্য টাকা সংগ্রহ করতে কয়েক ছাত্র মিলে পরিত্যক্ত লোভাছড়া পাথরকোয়ারিতে পাথর কুড়াতে যায়। তারা সে পাথর বিক্রি করে টাকা সংগ্রহ করতে চেয়েছিলো।

কিন্তু বিধিবাম পাথর কুড়ানোর সময় পাহাড় ধসে পাঁচজন নিহত হয়। পরে এলাকাবাসী নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে সুন্দর আলী নিখোঁজ ছিলো।

বিকেল সাড়ে চারটার দিকে সুন্দর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল আহাদ জানান।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭/ আপডেট: ১৬৩৩ ঘণ্টা
এনইউ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।