মঙ্গলবার (৭ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর ৬৩তম সম্মেলন চলাকালে ভারতের রাজ্যসভার সদস্য রূপা সাংবাদিকদের এ কথা বলেন।
রূপা গাঙ্গুলি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি ব্যক্তিগতভাবে কি বলি, সেটা বড় কথা নয়।
তিনি বলেন, ঘটনা ঘটার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি দেশের তো একটা লেজিসলেটিভ, নিয়ম-কানুন আছে। অন্য কোনো দেশ বাইরে থেকে গিয়ে তাদের ঘাড়ের উপর নির্দেশ চাপাতে পারে না। তাকে আমরা বলতে পারি, এটা অন্যায় হচ্ছে।
তিনি আরো বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের এই সম্মেলন থেকে একটা স্টেটমেন্ট জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, মিয়ানমার যেটা করছে সেটা অন্যায়। এভাবে তোমরা নানা কারণে একগাদা লোককে মেরে ফেলতে পারো না। তাদের জমিচ্যুত করতে পারো না, মাটিচ্যুত করতে পারো না। কেউ বলবে টেররিজম। টেররিজম হলে এতো দিন ঘুমাচ্ছি কেন। যাই হোক, এভাবে মানুষের উপর অত্যাচার করা যাবে না। সিপিএ’র স্টেটমেন্টে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।
রূপা গাঙ্গুলি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এভাবে মানুষ মারা যায়। যেখানে জাতি নিধন হচ্ছে, তাতে আমরা সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই বলতে পারি, কিন্তু সংসদ সদস্য হিসেবে অনেক কিছুই বলতে পারি না।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
এসএম/এসকে/জেডএম