সোমবার (৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গভীর রাতে চুনারুঘাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলমাছ ও এএসআই গোলাম মোস্তফা অভিযান পরিচালনা করে সাজার আদেশপ্রাপ্ত আসামি সুজনকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সুজনের বিরুদ্ধে চুরির মামলায় ২ বৎসর সাজাসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত আরো ৪৩ পলাতক আসামির মধ্যে ৩৬ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ