মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেন পুলিশ সুপার, সিভিল সার্জন, ও পৌরসভার মেয়র।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবীর জানান, চিকিৎসা ব্যবস্থাপনাকে রোগীবান্ধব করতে সরকারি উদ্যোগে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কমিটির চেয়ারপারসন হিসেবে আছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী।
তিনি বলেন, হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে সাপোর্ট কমিটির উদ্যোগে ধারাবাহিক এ কার্যক্রম চলে আসছে।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সদর হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়। এ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও জানান তিনি।
সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ