ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে ডিসি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে ডিসি

চুয়াডাঙ্গা: ঝাড়ু হাতে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেন পুলিশ সুপার, সিভিল সার্জন, ও পৌরসভার মেয়র।

তাদের সঙ্গে আরো ছিল স্কুল কলেজ থেকে আসা শতাধিক শিক্ষার্থী। এছাড়া পৌরসভার সব কাউন্সিলরের পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবীর জানান, চিকিৎসা ব্যবস্থাপনাকে রোগীবান্ধব করতে সরকারি উদ্যোগে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কমিটির চেয়ারপারসন হিসেবে আছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী।

ছবি-বাংলানিউজতিনি বলেন, হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে সাপোর্ট কমিটির উদ্যোগে ধারাবাহিক এ কার্যক্রম চলে আসছে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সদর হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়। এ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও জানান তিনি।

সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।