ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
তালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বা‌সের ধাক্কায় ফজিলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপ‌জেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা মো‌ড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন উপজেলার মহান্দি গ্রামের মীর আব্দুল গফ্ফারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা খাতুন খুলনায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে ওই মহাসড়কে উঠে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালা উপ‌জেলার পাট‌কেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জা‌কির হো‌সেন বাংলা‌নিউজ‌কে জানান, নিহতের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।