ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: আগামী ২০২১ সালের মধ্যে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০২১ সালের মধ্যে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে আমার কাজ করে যাচ্ছি।

২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করবো বলে ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে। আগামীতে দেশ আরো এগিয়ে যাবে।  

রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের লাখ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের এখানে থাকতে দেওয়া হলেও নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা চলছে।

‘মিয়ানমারকে অবশ্যই তার নিজ নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।