ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ ক্লাবে টিটু ফের সভাপতি নির্বাচিত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
নারায়ণগঞ্জ ক্লাবে টিটু ফের সভাপতি নির্বাচিত  ভোটগ্রহণ-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে ফের সভাপতি হিসেবে জয়ী হয়েছেন তানভীর আহমেদ টিটু। তিনি পেয়েছেন ৬৯৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ২৮৯ ভোট। বাতিল হয়েছে ১১ ভোট।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ক্লাবের সদস্য ১ হাজার ৪০০ জন থাকলেও এবার ১ হাজার ২১১ জন ভোটার ছিলেন।

বিকেল ৪টা পর্যন্ত ৯৯৮ জন সদস্য ভোট দিয়েছেন।

এবার মোট ২২ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেন।  

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার কাজল। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রাশেদ সারোয়ার, জিএম ফারুক ও মাসুদ-উর-রউফ, এম সোলায়মান।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।