ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় ভিংরাজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিংরাজের বাড়ি উপজেলার বিরামচর গ্রামে।

তিনি ওই বাজারের নৈশ প্রহরী।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান,  দুপুরে ভিংরাজ ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শায়েস্তাগঞ্জ থেকে মিরপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ভিংরাজকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।