ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসচাপায় যুবক নিহত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
যাত্রাবাড়ীতে বাসচাপায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় রাকিব (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই আরোহী।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বিপ্লব ও হৃদয়।

আহতরা জানায়, রাজধানীর নতুন জুরাইনের আলম মার্কেট এলাকায় থাকে তারা এবং রাকিব গুলিস্তান এলাকায় একটি জুতার দোকানে কাজ করত।

রাত সাড়ে ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিল। পথে হানিফ ফ্লাইওভারে টোলপ্লাজার কাছে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা সামান্য আহত হলেও গুরুতর আহত হয় রাকিব। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‌উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়‍া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।