ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
মাগুরায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

মাগুরা: মাগুরায় অস্ত্রসহ রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার আলমখালী বাজার থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

রবিউল ইসলাম ঝিনাইদহের চাকলাপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাগুরা সদরের আলমখালী বাজারে অভিযান চালায় রবিকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি দেশি ওয়ান শুটার গান, দুইটি অ্যামুনিশন, ৭২০ গ্রাম হেরোইন জাতীয় দ্রব্য, ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

বৃহস্পতিবার দুপুরে রবির বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।