ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘যেকোনো মূল্যে বাঙালি সংস্কৃতি ধরে রাখতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
‘যেকোনো মূল্যে বাঙালি সংস্কৃতি ধরে রাখতে হবে’ সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ। যেকোনো মূল্যে বাঙালি সংস্কৃতি ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যেন সংস্কৃতির ওপর ভর করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করতে না পারে। বাঙালি সংস্কৃতির ওপর যেকোনো আগ্রাসন প্রতিহত করতে হবে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ মনসুর আলী অডিটোরিয়মে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে হবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাঙালী সংস্কৃতির সুতিকাগার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সাংস্কৃতিক কর্মীদের মাঠে থাকার জন্যও আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যধার আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসবের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এছাড়াও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও জান্নাত আরা তালুকদার হেনরী।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।