ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে রেলওয়ে শ্রমিকদের সমাবেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ঈশ্বরদীতে রেলওয়ে শ্রমিকদের সমাবেশ ঈশ্বরদীতে রেলওয়ে শ্রমিকদের সমাবেশ চলছে

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাকশি রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ চলাকালে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবির বলেন, রেল বাঁচাতে শ্রমিক বাঁচাতে আজকের এ সমাবেশ।

পাকশি, সান্তাহার, বগুড়া, রাজশাহী, খুলনা, রাজবাড়ি, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা শাখায় যে সব শ্রমিক রয়েছে, রেল সুরক্ষা করতে হলে তাদের জন্য কল্যাণ ট্রাস্ট করতে হবে। তাহলে শ্রমিক যেমন বাঁচবে, তেমনি রেল সুরক্ষাও হবে। কল্যাণ ট্রাস্টের মাধ্যামে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সমাবেশ।

রেলওয়ে শ্রমিকলীগ পাকশি শাখার সভাপতি ইকবাল হায়দারের সভাপতিত্বে সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন, কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক হায়দার আলী, তথ্য গবেষণা সম্পাদক ওয়ালী খান, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জাহাঙ্গীর আলম।

এছাড়াও বিভিন্ন শাখার রেলওয়ে শ্রমিকলীগ নেতা, রফিকুল হাসান স্বপন, আসলাম উদ্দিন খান মিলন, মোতাহার হোসেন, মেহেদী হাসান, আক্তার হোসেন, বদরুজ্জামান, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, মোতালেব হোসেন ও মসলেম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।