ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ফরিদপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার হারুনের কাছ থেকে ৮৪ পিস ইয়াবাও জব্দ করা হয়েছে। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে হারুন মাতুব্বর (৪৫) নামে হত্যা ও একাধিক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।  

সোমবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়ন উত্তরকান্দি গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হারুন উত্তরকান্দির রাজ্জাক মাতুব্বরের ছেলে।

তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবাও জব্দ করা হয়েছে।

র‌্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, হারুনের বিরুদ্ধে নগরকান্দা থানার একটি হত্যা ও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে ইয়াবাসহ নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।