ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয় থেকে রওয়ানা হলো ৪ গাড়ি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সচিবালয় থেকে রওয়ানা হলো ৪ গাড়ি সচিবালয় থেকে রওয়ানা হওয়া চারটি গাড়ির একটি। ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বছর ও নতুন বছরের প্রথমে এসে বাড়ছে মন্ত্রিসভার কলেবর। সবশেষ দু’দিনের খবর অনুযায়ী মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন তিনজন। সরকারি অধিদফতরের অধীন পরিবহন পুলে সকালে ছয়টি গাড়ি রেডি করে রাখলেও শেষ পর্যন্ত সচিবালয়ে আসে চারটি গাড়ি। 

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সচিবালয় থেকে প্রথমে গাড়ি তিনটি নির্দিষ্ট গন্তব্যে রওয়ানা হয়েছে। আরেকটি বিকেল তিনটার দিকে সচিবালয় ত্যাগ করে।

 

সচিবালয় থেকে রওয়ানা হওয়া তিনটি গাড়ির দুটি।  ছবি: বাংলানিউজগাড়িতে রয়েছেন সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রটোকল কর্মকর্তা ও একজন চালক। প্রটোকল কর্মকর্তার কাছে রয়েছে সব কাগজ-পত্র।  

নাম প্রকাশে অনিচ্ছুক একটি গাড়ির চালক বাংলানিউজকে বলেন, আমাদের আসতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী গন্তব্যে যাচ্ছি।

আইসিটি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার, সংসদ সদস্য কেরামত আলী এবং শাহজাহান কামাল মন্ত্রিসভায় আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আর নারায়ণ চন্দ্র চন্দ প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন।

**প্রস্তুত ৬ গাড়ি
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।