ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দারুসসালামে শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
দারুসসালামে শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর দারুসসালামে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শিশু শাকিব ও প্রতিবন্ধী ইব্রাহীম।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দারুসসালাম থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সেলিমুজ্জামান বলেন, সোমরাব (০১ জানুয়ারি) দিবাগত রাতে শাহাআলী শপিং সেন্টার সামনে সড়ক দুর্ঘটনায় শাকিব নামে এক শিশু মারা গেছে।

শাকিব শাহআলী মাজার এলাকার ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, ট্রাকচাপায় শিশু শাকিবের মৃত্যু হয়েছে।

এদিকে রাতে দারুসসালাম রড় মসজিদ সংলগ্ন একটি বাসা ইব্রাহীম নামে এক প্রতিবন্ধী বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ইব্রাহীমের স্ত্রী গৃহকর্মী হিসেবে মানুষের বাসায় কাজ করে। এমনিতে ইব্রাহীম পঙ্গু ছিলো। ধারণা করা হচ্ছে, অভাবের কারণে সে আত্মহত্যা করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।