ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে মহানগরীর রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে দেহ কয়েক খণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।  

রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।