ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের জীবন যাত্রা-মানোন্নয়নে কাজ করছে সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মুক্তিযোদ্ধাদের জীবন যাত্রা-মানোন্নয়নে কাজ করছে সরকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসি খলিলুর রহমান। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জীবন যাত্রা-মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। 

রোববার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।  

খলিলুর রহমান বলেন, একাত্তরে জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ উপহার দিয়েছেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জীবন যাত্রা-মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। দেশপ্রেমিক জাতির এ সূর্য সন্তানদের সম্মান জানানো প্রতিটি নাগরিকের কর্তব্য।  

এদিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুজকাওয়াজে অংশ নেওয়া জেলার ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানি তুলে দেওয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।