ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তাপমাত্রা বাড়ছে, স্বাভাবিক হতে আরও তিনদিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
তাপমাত্রা বাড়ছে, স্বাভাবিক হতে আরও তিনদিন কুয়াশায় ঢাকা পঞ্চগড়

ঢাকা: চলমান শৈত্যপ্রবাহের মধ্যে তাপমাত্রা দিন দিন বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। উত্তরাঞ্চল থেকে তীব্র শৈত্যপ্রবাহ সরে গিয়ে বর্তমানে যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। বিদ্যমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি মৃদু থেকে মাঝারি ধরন নিয়ে সারাদেশে অব্যাহত থাকতে পারে আগামী কয়েক দিন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিনদিন পর শীতকালের স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করবে। এই তিনদিনে তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাস বলছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে তীব্র (৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  

এছাড়া ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, সীতাকুণ্ড, কুমিল্লা ও ফেনী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাঞ্চলের উপর দিয়ে মৃদু (৮.১-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬১.-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

‘বিদ্যমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে সারাদেশে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অধিদফতরের এক আবহাওয়াবিদ দুপুরে বাংলানিউজকে বলেন, আগামী দুই দিন বিদ্যমান অবস্থা অব্যাহত থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে ১৩ জানুয়ারি পর থেকে শীতকালের স্বাভাবিক তাপমাত্রা পাওয়া যাবে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

এদিকে, সকাল ৯টার আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যশোরে ৫.৬, সাতক্ষীরায় ৬.৫, শ্রীমঙ্গলে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১২.১, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ১১.৪, সিলেটে ১১.১, রাজশাহীতে ৭.৫, রংপুরে ৮.৮, খুলনায় ৮.৪, বরিশালে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।