ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪ ঘণ্টা পর পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
৪ ঘণ্টা পর পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল শুরু কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলছে।

বরগুনা: ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর বরগুনার পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুরাকাটা-আমতলী ঘাটের ফেরির মিস্ত্রী পুলিন বাবু বাংলানিউজকে জানান, ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।