ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ফুলছড়িতে কৃষকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে অপহরণের তিন দিনপর আব্দুল মজিদ (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল মজিদ উপজেলার রতনপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বাংলানিউজকে বলেন , সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে আব্দুল মজিদ নিখোঁজ ছিলেন। এরপর দিন মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফুলছড়ি থানায় অপহরণের কথা উল্লেখ করে তার পরিবারের সদস্যরা একটি সাধারণ ডায়েরি করে। পরে দুপুরে ব্রক্ষপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।