ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যানজট সৃষ্টির দায়ে যাত্রীবাহী বাসে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
যানজট সৃষ্টির দায়ে যাত্রীবাহী বাসে জরিমানা

কক্সবাজার: যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টির দায়ে কক্সবাজারে পাঁচটি যাত্রীবাহী গাড়ি থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল, লিংকরোড এলাকায় ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয়।

যত্রতত্র যাত্রী ওঠানো, লাইসেন্স না থাকায় হানিফ, শ্যামলী, সৌদিয়া, শারমিন ও ইউনিক পরিবহনের বাস থেকে ওই জরিমানা আদায় করা হয়।

অভিযানে কক্সবাজার ভ্রমণে পর্যটক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, যানজটমুক্ত শহর গড়তে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
টিটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।