ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে নারীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
কালিয়াকৈরে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় হেলেনা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।  

হেলেনা জয়পুরহাটের কানাই উপজেলার ঘাটুরিয়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্ব চান্দরা এলাকার শুকুর আলীর বাড়িতে সপরিবারে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন হেলেনা। ভোরে তিনি কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় রান্নার কাজ করতে যান। পরে ওই এলাকায় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।  

কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) মো. কামাল হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।