ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
সাটুরিয়ায় ইয়াবাসহ আটক ৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী রয়েছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার সাইদুল ইসলাম রতনের স্ত্রী শিল্পী আক্তার (২৫), জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলের মির্জাপুর থানার চৌবাড়িয়া এলাকার শাজাহান আলীর ছেলে শাহিন হোসেন, একই জেলার দেলদুয়ার উপজেলার চরলাউহাটি এলাকার খোকন খানের ছেলে রনি খান, শাজাহান হোসেনের ছেলে সোহাগ মিয়া।

সাটুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আসলাম খান বাংলানিউজকে জানান, উপজেলার গোলড়া এলাকায় জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রি করতে আসে শিল্পী। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

একই ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসআই আসলাম খান।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।