ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নেয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নেয়ার আহ্বান বক্তব্য রাখছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান

নাটোর: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেরা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের আরো দ্বায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান।

একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সব দিবস ও ইতিহাস সর্ম্পকে জানানোর তাগিদও দেন তিনি।

শুক্রবার (০২ মার্চ) দুপুর ১২টার সময় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ আহবান জানান।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক আরো বলেন, এসডিজি অর্জনের অন্যতম শর্ত হচ্ছে গুণগত শিক্ষা নিশ্চিত করা। সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে তথ্য প্রযুক্তি শিক্ষার উপকরণ সরবরাহ করছে।

কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে সেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। এতে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাস্তবায়নে আমাদের সবাইকে সঠিক পদক্ষেপ নিতে হবে।   সরকারও শিক্ষকদের কল্যাণে সবকিছু বাস্তবায়নে বদ্ধপরিকর।

তিনি বলেন, একটি মহল শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনা ঘটাচ্ছে। আগামী এইচএসসি পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। পাশাপাশি শিক্ষক সমাজকেও এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্বনির্ভর দেশে পরিণত হতে যাচ্ছে। যে দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারে, সে দেশ কখনও গরীব দেশ হতে পারে না।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংগীত ঠিকমত গাওয়া হয় না। এটা চরম অপরাধ। এ অপরাধ প্রবণতা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বের করে আনতে হবে।  

ইতিহাস সর্ম্পকে শিক্ষার্থীদের জানাতে হবে। তা না হলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে না, তারা দেশ প্রেমিক হবে না। এজন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুল মান্নান সরকার, উপ- পরিচালক ড. সরমিন ফেরদৌস চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী, বাগাতিপাড়ার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহাব প্রমুখ।

এসময় জেলার সাতটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।