ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক আটক স্বর্ণ পাচারকারী মনিরুল। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ১০ পিস স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা।

শুক্রবার (০২ মার্চ) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম বেনাপোলের পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।

বিজিবি জানায়, বিপুল পরিমান স্বর্ণের বার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে মনিরুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৩৪০ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়।

২১ বিজিবি কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল তারিকুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।