ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাজিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
কাজিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলতাব (৩৬), তার স্ত্রী দরদী খাতুন (২৫) ও ছেলে অন্তরকে (৮) কাজিপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও আরও দু’জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. লুৎফর রহমান জানান, পারুলকান্দি গ্রামের বুদা প্রামাণিকের ছেলে দুলাল মিয়ার সঙ্গে জমি নিয়ে তার আত্মীয় একই গ্রামের আলতাব হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে ওই বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কাজিপুর ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।