ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে খেলায় মাতলো সাকিব কন্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে খেলায় মাতলো সাকিব কন্যা প্রধানমন্ত্রীর কোলে সাকিব কন্যা আলাইনা

ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার সঙ্গে হেসে-খেলে ছুটির বিকেল কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাকিব কন্যাকেও বেশ প্রাণোচ্ছ্বল দেখায়।

শুক্রবার (০২ মার্চ) সপরিবারে গণভবনে সাকিব পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটালো আলাইনা।

আসলেই অসাধারণ মাতৃসুলভ ও পরম মমতাময়ী ব্যক্তিত্বের অধিকারী তিনি’।

আলাইনার সঙ্গে বল নিয়ে খেলছেন প্রধানমন্ত্রীছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সকিব কন্যাকে অ্যাকুরিয়ামের পাশে নিয়ে মাছ দেখাচ্ছেন। কোলে নিয়ে গল্প করে আদর করছেন। মোবাইল হাতে নিয়েও দেখাচ্ছেন। বিভিন্ন রংয়ের বল দেখিয়ে আলাইনা তা চিনতে পারছে কি-না তাও পরীক্ষা করেন। তাতে শতভাগ উতরে যায় সাকিব কন্যা।

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলেও গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে খুনসুঁটিতে মেতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।