ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
নবীনগরে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (০৩ মার্চ) সকাল ৬টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত দুলাল ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

আহত পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মুসলিম মিয়া ও বসু মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে শনিবার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে মুসলিম মিয়ার সমর্থক দুলাল মিয়া মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮/আপডেট: ০৮১৬ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।