শুক্রবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মেসার্স মুন্তাজ অ্যান্ড সন্স নামের দোকানটির মালিক মুনিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে আগুন লেগে দোকানে রক্ষিত সব কীটনাশক, সার, একটি পালসার মোটরসাইকেল, ডিজেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মজিদ আকন্দ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সম্ভাব্য আগুনের সূত্রপাত। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে সময় লাগে দমকল কর্মীদের। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ