শনিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ওই গ্রামের রেললাইনের পাশে লাউ ক্ষেতের নিচ থেকে মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার পরনে প্রিন্টের কালো জামা, গোলাপী কালারের সালোয়ার ও গলায় সাদা ওড়না পেচানো ছিল।
মির্জাপুর গ্রামের কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. ফোরকানা বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কৃষক বেনু মিয়ার জমিতে শ্রমিকরা কাজ করতে গেলে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ