শনিবার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ধরখার গ্রামের শুকুর আলীর ছেলে।
ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, দুপুরে ট্রাক্টরের হেলপার সুমন চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এসময় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ