ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ট্রাক্টরচাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
আখাউড়ায় ট্রাক্টরচাপায় হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে সুমন মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ধরখার গ্রামের শুকুর আলীর ছেলে।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, দুপুরে ট্রাক্টরের হেলপার সুমন চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এসময় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।