শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়।
ড. জাফর ইকবালকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে পিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রেণে রাখার চেষ্টা করছে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ।
জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএইচ