এমন দৃশ্যপটে জাতীয় পাট দিবস উপলক্ষে শনিবার (৩ মার্চ) রাজধানীর হাতিরঝিলের ব্যতিক্রমধর্মী নৌ-র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌ-র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রমাণিক ও প্রতিমন্ত্রী মির্জা আজম।
এ সময় পাট মন্ত্রণালয় সচিব ফয়েজুর রহমানসহ পাট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রান্ত থেকে আসা পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নৌ-র্যালির মনোমুগ্ধকর এমন অয়োজন দেখতে হাতিরঝিলের দু’পাড়ে নামে মানুষের ঢল। নির্মল বিনোদন পেতে শিশু কিশোরসহ সব বয়সীদের দেখা যায়। শহুরে ব্যস্ততা কাটিয়ে ফাগুনের গরমে ঝিলের পানিতে ভাসা নৌকা নগরবাসীর মনে প্রশান্তি ছোঁয়া দেয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ও লোকগানের শিল্পীরা দেশাত্মবোধক গানের পাশাপাশি নেচে গেয়ে পাটের বন্দনা করেন।
র্যালিতে প্রায় ৫০টি নৌকা অংশ নেয়। চন্দ্রবিন্দুর আকারে সাজানো প্রতিটা নৌকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিশালাকৃতির ছবি রাখা হয়েছে। নৌকার উপর উড়ে পালের আদলে ব্যানার। তাতে পাটের গৌরবগাঁথা তুলে ধরা হয়েছে। উড়ছে রঙিন বেলুনও। প্রায় ২০ মিনিট ঝিলের পানিতে ভাসে ঘাটে ফেরে নৌকাগুলো।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, বর্তমান সরকার মৃতপ্রায় পাটের হারানো সোনালি ঐতিহ্য ফিরিয়ে এনেছে। পাট এখন পরিবেশবান্ধব বহুমুখী পণ্যের উপাদান। আমাদের দেশে সোনার খনি না থাকতে পারে, তবে তার চাইতে বেশি আমাদের সোনালি আঁশের পাট।
মির্জা আজম বলেন, যেখানে পাটের বহুমুখী ব্যবহার নিয়ে শঙ্কা ছিলো। সেখানে নতুন ২৪০ প্রকারের পণ্য উৎপাদন হচ্ছে। মাত্র তিন বছরের ব্যবধানে ৭০ কাঁচা বেল থেকে ৯১ লাখ বেলে উন্নীত হয়েছে। আমরা পাট থেকে পরিবেশ বান্ধব সোনালি ব্যাগ উৎপাদন করছি। অল্প দিনের মধ্যেই বিজ ফ্যাক্টোরি নির্মাণের প্রকল্পেরর কাজ শুরু হবে। এভাবে পাটের সোনালি ঐতিহ্য ফিরে আসছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমসি/এসএইচ