ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘মঞ্চের পেছন থেকে এসে হঠাৎ ছুরিকাঘাত করে ওই যুবক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
‘মঞ্চের পেছন থেকে এসে হঠাৎ ছুরিকাঘাত করে ওই যুবক’ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবককে ধরে বেধড়ক পিটুনি দেন শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: ‘অনুষ্ঠানের আয়োজনস্থল মুক্তমঞ্চে অন্য অতিথিদের সঙ্গে বসা ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। মঞ্চের পেছন থেকে এসে হঠাৎ তার মাথায় ছুরিকাঘাত করে দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে। তাকে নিয়ে হাসপাতালে ছোটেন শিক্ষক-শিক্ষার্থীরা। অন্য শিক্ষার্থীরা পাকড়াও করে ফেলে ওই দুর্বৃত্তকেও। বেধড়ক পিটুনি দিয়ে তাকে একাডেমিক ভবনের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে ড. জাফর ইকবালের ওপর হামলার বর্ণনা এভাবেই বাংলানিউজের কাছে দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। শনিবার (৩ মার্চ) বিকেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে ওই যুবকের ছুরিকাঘাতে জখম হন দেশবরেণ্য শিক্ষাবিদ জাফর ইকবাল।

কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, শুক্রবার (২ মার্চ) এই ফেস্টিভ্যাল উদ্বোধনের পর শনিবার বিকেলে সমাপনীতেও যোগ দেন ড. জাফর ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি র‌্যাগিংয়ের বিরুদ্ধে কথা বলেছিলেন।

সমাপনী অনুষ্ঠান চলাকালে হঠাৎ মঞ্চের পেছন দিক থেকে এসে ওই দুর্বৃত্ত ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে। আঘাত করা হয় তার মাথার পেছনে অংশে। এতে মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেও প্রচুর রক্তক্ষরণ হয়।  

এদিকে জাফর ইকবালকে আক্রমণের সঙ্গে সঙ্গেই ওই যুবককে পাকড়াও করে বেধড়ক পিটুনি দেন শিক্ষার্থীসহ উপস্থিত জনতা। পরে তাকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেখানেই আটকে রাখা হয়েছে যুবকটিকে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জ্যোর্তিময় সরকার তপু বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে আটকে রেখেছেন। আমরাও ঘটনাস্থলে আছি। তাকে সেখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে ওই যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। তার বিস্তারিত পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন বলেন, বিকেলে স্যার মুক্তমঞ্চে বসেছিলেন। তখন পেছন দিক থেকে এক যুবক ছুরিকাঘাত করে তাকে। তবে কী কারণে তাকে আঘাত করা হয়, তা এখনও জানা যায়নি। এমনকি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না, সে বিষয়েও আমরা নিশ্চিত হতে পারিনি। ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে যারা র‌্যাগিংয়ের বিরুদ্ধে স্যারের মন্তব্যে নাখোশ ছিল, তাদের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে।

প্রতিবেদনটি লেখার সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাফর ইকবালের অপারেশন চলছে। হাসপাতালের সামনে শাবিপ্রবি শিক্ষার্থীদের ভিড় জমে যায়। অনেকে প্রিয় শিক্ষকের জন্য কান্নায় ভেঙে পড়েন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনইউ/এসএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।