ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে ট্রাম্পের উপ-সহকারীর বৈঠক চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
পররাষ্ট্র সচিবের সঙ্গে ট্রাম্পের উপ-সহকারীর বৈঠক চলছে

ঢাকা: পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন। 

শনিবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে গুলশানের ওয়েস্টিন হোটেলে বৈঠক শুরু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

আর ট্রাম্পের উপ-সহকারীর সঙ্গে রয়েছেন তার দফতরের পরিচালক, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা।  

তিনদিনের সফরে শুক্রবার (২ মার্চ) সকালে ঢাকায় পৌঁছান লিসা কার্টিস। ট্রাম্প প্রশাসনের এক বছরের বেশি সময়কালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উচ্চ পর্যায়ের এটি প্রথম সফর।  

রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া লিসা কার্টিস প্রেসিডেন্টের উপ-সহকারীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালকের দায়িত্ব পালন করছেন। লিসা তার সপ্তাহব্যাপী দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন।  

বৈঠকে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে। রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক নিরাপত্তার বিষয়গুলো উঠে আসবে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়েও আলোচনা হবে।  

বৈঠক শেষে মার্কিন অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন সচিব। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
কেজেড/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।