শনিবার (০৩ মার্চ) রাতে এয়ার অ্যাম্বুলেন্সটি তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে সিএমএইচে নেয়া হয়েছে।
এর আগে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।
অনুষ্ঠান চলাকালে এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।
এরপর তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ সময় ০০০৩ ঘণ্টা, মার্চ ৪,২০১৮
এএম/এসআইএস