তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছায়।
শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।
অনুষ্ঠান চলাকালে এক যুবক পেছন থেকে মঞ্চে এসে মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এমআরএম/এসআইএস