রোববার (০৪ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে সিএমএইচে আয়োজিত এক ব্রিফিংয়ে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের কনসালট্যান্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মোহা. মুজিবুর রহমান একথা জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, শনিবার রাতে হাসপাতালে আনার পর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
তার মাথায় চারটি, পিঠে একটি ও বাঁ হাতে একটিসহ মোট ছয়টি আঘাত রয়েছে বলেও জানান মেজর জেনারেল মোহা. মুজিবুর রহমান।
তিনি বলেন, আমরা তার পুরো শরীর স্ক্যান করেছি। তিনি স্বাভাবিক আছেন, ব্রেন ঠিক আছে। তার আঘাতগুলো স্কিন ও মাসলের উপর। তাকে পানি জাতীয় খাবার দেওয়া হয়েছে। তিনি তা খেয়েছেন। পেটে কোনো আঘাত নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল মোহা. মুজিবুর রহমান বলেন, তিনি (ড. মুহম্মদ জাফর ইকবাল) এখন স্বাভাবিকভাবে রয়েছেন। তার মানসিক অবস্থা ভালো। চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করছেন তিনি। তবে এই মুহূর্তে চিকিৎসার স্বার্থে দর্শনার্থী না যাওয়া ভালো।
আমরা আইন-শৃঙ্খলা বাহিনীসহ কাউকে দেখা করতে দিচ্ছি না। তিনি পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসার স্বার্থে দেখা না করাই ভালো। হয়তো কিছুদিন এভাবে থাকতে হবে, যোগ করেন তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, সিএমএইচ এর চিফ সার্জন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, নিউরো সার্জন কর্নেল মু. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে ড. জাফর ইকবালের ওপর হামলা চালায় এক যুবক।
তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে আনা হয়।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮/আপডেট: ১৪১০ ঘণ্টা
ইইউডি/এমএ/এমজেএফ/