স্থানীয়রা জানান, শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাঁটাতারের কাছ থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেয় মিয়ানমার। কিন্তু রোববার আবার সেখানে সেনা সদস্যদের টহল লক্ষ্য করা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ জানান, সীমান্তের জিরো লাইনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর পর মিয়ানমার তাদের সেনাদের সরিয়ে নেয়। শুক্রবারের পর থেকে সীমান্তের কাঁটাতারের কাছে সে দেশে সেনা সদস্যদের দেখা যায়নি। কিন্তু রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাকে করে এসে শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে।
কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বাংলানিউজকে বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই