রোববার (৪ মার্চ) ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বিবিসি বাজার এলাকা থেকে দেশীয় চাপাতিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, বাংলানিউকে জানান, সজিব ঈশ্বরদীর শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার এজাহার নামীয় আসামি। সম্প্রতি সে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছিল। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে পাকশি ইউনিয়নের বিবিসি বাজার থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দেশীয় চাপাতি জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, অস্ত্র, দস্যুতা, মারামারিসহ বিভিন্ন আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে আরো একটি মামলা দায়ের করে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ