দাবিগুলো হলো- অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সঠিক তদন্ত প্রকাশ, হামলার দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
এক্ষেত্রে তারা কয়েক দফায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। ঘটনার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি এ ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীরা, ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সমাবেশ ও মানববন্ধন করেছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসএস/জেডএস