ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: লিসা কার্টিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
রোহিঙ্গাদের ফেরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: লিসা কার্টিস

ঢাকা: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ বাসভূম রাখাইনে ফেরাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী লিসা কার্টিস।

রোববার (০৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।  

লিসা কার্টিস বলেন, যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক।

রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে, তাদেরেই এর সমাধান বের করতে হবে।  

যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটি সঠিক সমাধান খুঁজে বের করার কাজ করে যাচ্ছে বলে জানান সফরত কার্টিস।  

এর আগে শুক্রবার (০২ মার্চ) তিনদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
কেজেড/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।