রোববার (০৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
লিসা কার্টিস বলেন, যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটি সঠিক সমাধান খুঁজে বের করার কাজ করে যাচ্ছে বলে জানান সফরত কার্টিস।
এর আগে শুক্রবার (০২ মার্চ) তিনদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
কেজেড/আরআইএস/