অপর একটি জাহাজের ধাক্কা খেয়ে লক্ষ্মীপুরের চর গজারিয়ায় নোঙর করে রাখা এমভি নাকিব রোহান নামে কার্গো জাহাজটি (এম নম্বর ১৩২৫১) হাতিয়ার নলের চরে এসে ডুবে যায়।
রোববার (০৪ মার্চ) সকালে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসিফ মো. অনিক জানান, শনিবার রাতে এমভি নাকিব রোহান নামে কার্গো জাহাজটি ডুবে যাওয়ার খবর পান তারা।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. ইসলাম শেখ জানান, সোমবার মাস্টার ও নাবিকসহ ১১ জন কর্মী নিয়ে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের এক হাজার ৬৩ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজটি খুলনার নোয়াপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে লক্ষ্মীপুরের চর গজারিয়ার পাইলট হাউজের কাছে বৃহস্পতিবার জাহাজ নোঙর করা হয়। দুপুর ১টার দিকে জাহাজটিকে এমভি এমএ বেপারী নামে অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে নাকিব রোহান কার্গোর সামনের অংশ ফেটে যায়। এ অবস্থায় জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে মাস্টার ও নাভিকসহ সবাই হাতিয়ার নলের চরে এসে নেমে যান। শনিবার বিকেলে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, এমভি নাকিব এ ঘটনায় জাহাজটির মাস্টার মো. ইসলাম শেখ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই