রোববার (০৪ মার্চ) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাবলু উপজেলার রামেশ্বপুর পশ্চিমতেজো পাড়ার আবুল কাসেমের ছেলে।
নিহতের আত্মীয় দুলাল হোসেন ও মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, শনিবার (০৩ মার্চ) দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে সাজু, শহিদুল, শহিদ ও আনোয়ার ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই সাবলুকে কুপিয়ে জখম করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি খায়রুল বাশার।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমবিএইচ/আরআইএস/