রোববার (০৪ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ উপজেলার হরিদাসপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝিলু মোল্যার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ইজিবাইকে করে কয়েকজন যাত্রী খাগাইল গ্রাম থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরে পৌঁছালে একটি ট্রাক সামনে থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ওই ইজিবাইকে থাকা ঝিলু মোল্যা ঘটনাস্থলেই মারা যান ও অপর দুইজন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ