ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
কালিগঞ্জে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিগঞ্জে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় খালের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (৪ মার্চ) বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।

এ সময় বাজুয়াগড়-হরিখালী খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত গোলাম হোসেন, রিয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, সাহাবুদ্দীন ও কওছার আলীর ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন- কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ প্রমুখ।  

কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম বাংলানিউজকে জানান, অবৈধ দখলদারদের কয়েক দফা নোটিশ করলেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।