রোববার (৪ মার্চ) বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বাজুয়াগড়-হরিখালী খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত গোলাম হোসেন, রিয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, সাহাবুদ্দীন ও কওছার আলীর ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন- কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ প্রমুখ।
কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম বাংলানিউজকে জানান, অবৈধ দখলদারদের কয়েক দফা নোটিশ করলেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এনটি